সেন্সর পেল ঈদের সিনেমা ‘পরাণ’

পরাণ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা 'পরাণ' আজ রোববার রাতে সেন্সর ছাড়পত্র পেলো। আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সেন্সরবোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস দ্য ডেইলি স্টারকে রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'অসাধারণ গল্পের সিনেমা, নির্মাণে মুনশিয়ানা রয়েছে। আশাকরি দর্শক পছন্দ করবেন।'

'পরাণ' সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে আছেন ২ নায়ক শরীফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমা দিয়ে ৩ বছর পর ঈদে বিদ্যা সিনহা মিমের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে চিত্রনায়ক শরীফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে 'পরাণ'।

ঈদের দিন বিশেষ পরিকল্পনাও আছে 'পরাণ' টিমের। মুক্তির প্রথম দিনেই শুটিং স্থান ময়মনসিংহে সিনেমাটি দেখবেন তারা। ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। এর চিত্রনাট্য শাহজাহান সৌরভ ও রায়হান রাফির। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

Comments