মানিকগঞ্জে বাসের পর এবার অটোরিকশায় আগুন
মানিকগঞ্জে আজ রোববার সকালে বাসে অগ্নিসংযোগের পর সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার বাঠইমুড়ি এলাকায় একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ওসি সুমন কুমার বলেন, 'বাঠইমুড়ি এলাকায় সিএনজিতে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস হরিরামপুর ইউনিট আগুন নিভিয়েছে।'
হরিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, অটোরিকশার বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
চালক উজ্জ্বল ডেইলি স্টারকে বলেন, 'আমি মানিকগঞ্জ থেকে হরিরামপুরের ঝিটকা যাচ্ছিলাম। পথে ৫-৬ জন যাত্রীবেশে সিএনজি থামাতে বললে থামাই। সঙ্গে সঙ্গে তারা পেট্রল বের করে আমার দিকে ছুড়ে মারে। আমি দৌড়ে ব্রিজের দিকে যাই। পেছনে তাকিয়ে দেখি আগুন ধরিয়ে দিয়েছে। আমি কাউকে চিনতে পারিনি।'
Comments