সহিংসতা, পুলিশ হত্যার দায় এড়াতে পারেন না বিএনপির শীর্ষ নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গতকালের কাকরাইলে সহিংসতা ও পুলিশ হত্যার দায় বিএনপির শীর্ষ নেতারা এড়াতে পারেন না।

মন্ত্রী বলের, তারা (বিএনপি নেতারা) যখন সভা করছিল, তখন হামলা হয়েছে। তারা কি দায় এড়াতে পারবে?'

সচিবালয়ে আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন. 'প্রধান বিচারপতির বাড়িতে হামলা ও পুলিশ সদস্যকে হত্যার দায় কি নেতারা এড়াতে পারবেন?'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন পুলিশ ও দুই আনসার সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মামলা দায়ের শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্তরা মামলা করবেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

29m ago