বিএনপি নেই, সড়কে হাজার মোটরসাইকেল নিয়ে আ. লীগ-যুবলীগ

নবীনগরের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এক হাজার মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাভার ও গাবতলীতে বিএনপি নেতাকর্মীদের মাঠে উপস্থিতি দেখা যায়নি।

তবে হরতালের প্রতিবাদে সাভারের বিভিন্ন স্থান ও রাজধানীর গাবতলীতে লাঠি হাতে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার সকাল থেকে বিভিন্ন  স্থানে হরতাল বিরোধী মিছিল বের করেন আওয়ামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকাল ১১টার দিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্লী বিদ্যুৎ থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পল্লী বিদ্যুৎ এসে শেষ হয়।

এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই মিছিলে মোটরসাইকেলের পিছনের থাকা আরোহীদের সবার হাতেই লাঠি দেখা গেছে।

এদিকে ধামরাই, সাভার পৌর এলাকায়, হেয়ায়েতপুর, আমিনবাজার, রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠি হাতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিল শেষে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির আগুন সন্ত্রস ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি। জামায়াত বিএনপিকে প্রতিহত করতে আমরা প্রস্তত রয়েছি।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago