নারায়ণগঞ্জ

চাষাঢ়ায় বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া, গুলি

চাষাঢ়ায় সংঘর্ষ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হরতাল সমর্থনকারীরা রাস্তার পাশে একটি দোকানের বেঞ্চে আগুন দেয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হরতাল সমর্থনে মিছিলের জন্য জড়ো হওয়ার সময় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ সে সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে বিএনপির লোকজনও পাল্টা ইট-পাটকেল ছোড়েন৷

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে৷

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা মিছিল করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷ সে সময় পুলিশ গণতন্ত্র মঞ্চের ব্যানার কেড়ে নিয়ে জেএসডি (রব) নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে৷

চাষাঢ়ায় পুলিশ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিএনপির ডাকা হরতালের দিনে সতর্ক পুলিশ। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা দ্য ডেইলি বলেন, 'হরতালকে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা যাতে না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ বিএনপির কিছু নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ সে সময় তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷'

এরপর পৌনে ৯টায় চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোডে বিএনপির কর্মীরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷ সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়৷

এর আগে গত শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলের আধুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷

মোটরসাইকেল চালক কাপড়ের দোকানের কর্মচারী আবু বক্কর ডেইলি স্টারকে জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞাত কয়েক ব্যক্তি গাড়ি থামিয়ে রাস্তার ওপর আগুন দিয়ে দেয়৷

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে৷ আগুন দেওয়া মোটরসাইকেলটি পুড়ে গেছে৷ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷

একইরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু পূর্বপাশের ঢালে একদল লোক টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করে। টহল পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যান৷

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

5h ago