মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আজ বুধবার বিকেল ৪টার দিকে শ্রমিকরা সড়কে বিক্ষোভ শুরু করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'শ্রমিকদের বিক্ষোভে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোনাবাড়ী থেকে সফিপুর পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে।'
'মাঝেমাঝে ধীর গতিতে গাড়ি চললেও কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যায়। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি,' যোগ করেন তিনি।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর এলাকায় যমুনা গ্রুপের একটি স্পিনিং কারখানার সামনে শ্রমিকরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকার দাবিতে আজ সকালে বিক্ষোভ শুরু করেন।
দুপুরের পরে কোনাবাড়ী মৌচাক, সফিপুর এলাকায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে তারা মৌচাক এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক নেতা ডেইলি স্টারকে জানান, শ্রমিকরা আমাদের কথা শুনছেন না। মজুরি বাড়ানোর দাবিতে হাজারো শ্রমিক একত্রিত হয়ে সড়কে অবস্থান নিয়েছে।
Comments