রানিংয়ের পর প্রধান নির্বাচককে সাকিবের ইতিবাচক ইশারা

খানিকক্ষণ বিশ্রাম নিয়ে  এরপর শুরু হয় তার রানিং পর্ব। দলের চিকিৎসক মনজুর আহমেদ চৌধুরী, ট্রেনার নিক লি ছিলেন রানিং তদারকিতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ছিলেন কাছেই দাঁড়িয়ে। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকেও কয়েকবার এগিয়ে আসতে দেখা যায়।

মুম্বাই থেকে

রানিংয়ের পর প্রধান নির্বাচককে সাকিবের ইতিবাচক ইশারা

Shakib Al Hasan
সোমবার মুম্বাইতে অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: একুশ তাপাদার/ স্টার

সাকিব আল হাসান খেলবেন কিনা তা নির্ভর করছিল তার রানিংয়ের উপর। ব্যাটিং অনুশীলন আগের দিনও করেছেন টানা, সংশয় ছিল তার দৌড়ানো নিয়ে। সেটা ঠিকঠাক করে ফেলার পর মাঠ ছাড়ার সময় প্রধান নির্বাচকদের দিকে ইতিবাচক ঈশারা দিতে দেখা যায় তাকে।

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় মাংসপেশির চোটে পড়েন সাকিব। এরপর দুই দফায় এমআরআই করানোর পর ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে ম্যাচের দুদিন আগেও ব্যাটিং অনুশীলনে কোন সমস্যা ছিলো না তার।

অধিনায়ককে ছাড়া নেমে স্বাগতিকদের বিপক্ষে একদমই পাত্তা পায়নি বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা এই নিয়ে ছিলো বড় প্রশ্ন। মুম্বাইতে এসে রোববার ঘন্টাখানেক নেটে ব্যাট করতে দেখা যায় সাকিবকে। তবে রানিং না করায় কোন কিছু পরিষ্কার হওয়া যাচ্ছিল না।

সোমবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, 'গতকাল ট্রেনিংয়ের সময় খারাপ কিছু ফিল করিনি। আজকেও ট্রেনিং করব। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'

সংবাদ সম্মেলনের পর অনুশীলনে গিয়ে শুরুতে ব্যাটিং করেন বাংলাদেশ অধিনায়ক। থ্রো ডাউনে খেলতে থাকেন বড় শট। মিনিট বিশেক ব্যাট করার পর নেটে কয়েকটি বল করতে দেখা যায় তাকে।

খানিকক্ষণ বিশ্রাম নিয়ে  এরপর শুরু হয় তার রানিং পর্ব। দলের চিকিৎসক মনজুর আহমেদ চৌধুরী, ট্রেনার নিক লি ছিলেন রানিং তদারকিতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ছিলেন কাছেই দাঁড়িয়ে। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকেও কয়েকবার এগিয়ে আসতে দেখা যায়।

বিভিন্ন দূরত্ব ও গতিতে কয়েক দফায় চলে সাকিবের রানিং পরীক্ষা। শুরুতে হাত দিয়ে পা ধরে থাকলেও পরে সাকিব দৌড়েছেন স্বাভাবিকভাবে। বিশ মিনিটের মতো রানিং করার পর বেরিয়ে যেতে প্রধান নির্বাচকদের দিকে ইতিবাচক ঈশারা দিতে দেখা যায়। হয়ত নিজের ভালো পরিস্থিতিতির জানান দিচ্ছিলেন তিনি।

ভারতের বিপক্ষে অস্বস্তি থেকে যাওয়ায় নামেননি। এদিন অনুশীলনের আগে জানান, তার অবস্থা খুবই ভালো। কেবল একটা পরীক্ষা করতেই নামছেন আজ। সেই পরীক্ষায় সাকিবকে অস্বস্তি অনুভব করতে না দেখা বাংলাদেশ দলের জন্য নিশ্চিতভাবেই সুখবর।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

2h ago