সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর ২ বিমানবন্দরে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্ক বিমানবন্দর। ফাইল ছবি: এএফপি
সিরিয়ার দামেস্ক বিমানবন্দর। ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের হামলায় সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো শহরে অবস্থিত প্রধান দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলের হামলার ফলে চলতি মাসে বেশ কয়েকবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরের শহর আলেপ্পোয় উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়। আজ দ্বিতীয়বারের মতো দুই বিমানবন্দরে একইসঙ্গে হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, 'আজ স্থানীয় সময় সকাল ৫টা বেজে ২৫ মিনিটে ইসরায়েলি সেনাবাহিনী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের ওপর বিমান হামলা চালায়। এই হামলায় দামেস্ক বিমানবন্দরে এক বেসামরিক কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন।'

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর। ফাইল ছবি: রয়টার্স
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর। ফাইল ছবি: রয়টার্স

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে সব ধরনের ফ্লাইট বন্ধ করা হয়েছে।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটগুলোকে এখন লাকাতিয়া বিমানবন্দর থেকে পরিচালনা করা হচ্ছে।

সামরিক সূত্র আরও জানায়, লাকাতিয়ার পশ্চিমে ভূমধ্যসাগর থেকে এবং সিরিয়ার অধিকৃত গোলান অঞ্চলের দিক থেকে একইসঙ্গে দুই বিমানবন্দরে হামলা চালানো হয়।

এর আগে ১২ অক্টোবর একইরকম হামলায় দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গত সপ্তাহের শেষে ইসরায়েল আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায়। এতে পাঁচ জন্য আহত হন এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সিরিয়ায় প্রায় এক দশকের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এ সময়ের মধ্যে ইসরায়েল তার এই উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক শ বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরান সমর্থিত বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ।

Comments

The Daily Star  | English

Destiny MD Rafiqul, 18 others jailed for 12 years

All the accused were asked all to deposit TK 4515.57 crore to the state within six months

1h ago