গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে ক্ষমা করে আ. লীগের চিঠি

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা প্রদর্শন করে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিটি জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো হয়।

সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নিজেই দ্য ডেইলি স্টারকে চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আদর্শ কর্মী হিসেবে দলের প্রতি অনুগত থাকলে জয় আসবেই।'

দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, 'আগামীতে দলের প্রতি অনুগত থেকে জনসেবা করতে চাই।'

ওই চিঠিতে উল্লেখ করা হয়, 'বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো।' 

ভবিষ্যতে কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বিবেচিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago