নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক অ্যাওয়ার্ড

অনুষ্ঠানে আগতরা। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সংগঠন 'বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের' (বাপা) 'সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার' গত ১৩ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়।

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীতের পর বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এই বর্ণাঢ্য ডিনারের সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বর্ণিল আয়োজনে সংগঠনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সবাইকে মঞ্চে ডেকে পরিচিত করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়।

নান্দনিক এই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড এ ক্যাবান। এ ছাড়া ম্যান অব দ্য ইয়ার হয়েছেন অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অব দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স প্রিসটিঙ্কট, বর্ষসেরা পুলিশ অফিসার তৌফিউ বাকথ ও সিভিলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিএম আনোয়ারুল কাদির। পাশাপাশি অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট এবং নিউইয়র্ক সিটির মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার ও অ্যাটর্নি মঈন চৌধুরী। 'ভালো' সংগঠন পেয়েছে কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার ও মেয়র অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। এ ছাড়া উপস্থিত ছিলেন বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক সুমন সাইদসহ অন্যরা।

বাপার সেক্রেটারি ক্যাপ্টেন একেএম প্রিন্স আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। বাপার ট্রাস্টি মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী পরিবেশন করেন বাংলা গান। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো-ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো অফিসার জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অব আর্মস অফিসার হাসান আহমেদ, বাপার ট্রাস্টি অফিসার জসীম মিয়া, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার সাব্বির আহমেদ, অফিসার রাজীব ঘোষ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।

সব মিলিয়ে পুরো আয়োজন বাপার সদস্য, কর্মকর্তা ও অতিথিদের হৃদয়ে ছুঁয়েছে।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago