পোল্ট্রি ফিডে ট্যানারির বর্জ্য মেশানোয় ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

পোল্ট্রি ও ফিশ ফিডে ট্যানারির বর্জ্য মেশানোর অভিযোগে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: স্টার

হাঁস-মুরগির খাবার ও মাছের খাবারের সঙ্গে ট্যানারির বর্জ্য মেশানোয় চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৮৩ বস্তা বর্জ্য পদার্থ জব্দ করে। এর মধ্যে আদিত্য ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ট্যানারি বর্জ্য জব্দ এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা চিংড়ির গুঁড়া জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠান দুটির মালিক মালিক আশু দাস ও মো. নূর আবছারকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সঙ্গে ক্রোমিয়ামযুক্ত এসব বর্জ্য মেশানো হচ্ছিল। জব্দ করা বর্জ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ক্রোমিয়ামযুক্ত মাছের খাবার ও পোল্ট্রি ফিড খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মানুষের ক্যান্সারসহ নানা রোগ হতে পারে।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English
ICT extends probe deadline for Hasina

ACC confirms evidence of graft, power abuse against Hasina

We hope to share good news with you soon, ACC director general told reporters

Now