পিরোজপুরের দুই আসনের সীমানা নির্ধারণ বৈধ: সুপ্রিমকোর্ট
পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী এলাকা নির্ধারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পৃথক দুটি আবেদন আজ খারিজ করে দেন।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের আদেশে পিরোজপুরের দুটি আসনের সীমানা নির্ধারণের বিষয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকবে।
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পিরোজপুর ১ ও ২ আসনের পাঁচ ভোটারের করা রিট আবেদন গত ৩ সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্ট।
পিরোজপুর ১ ও ২ আসনের সীমানা নির্ধারণের বিষয়ে ইসির সিদ্ধান্তে কোনো আইন ভঙ্গ হয়নি বলে জানিয়েছে হাইকোর্ট।
চলতি বছরের ১ জুন দুটি আসনের সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি।
পিরোজপুর-২ আসনের ইন্দুরকানি উপজেলাকে পিরোজপুর-১ এবং পিরোজপুর-১ আসনের নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-২-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিট আবেদনকারীরা সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল আবেদন করেন।
Comments