নাসার চন্দ্র অভিযানের স্পেস স্যুট তৈরি করবে প্রাডা

প্রাডার নকশা করা স্পেস স্যুটের প্রটোটাইপ। ছবি: এক্সিওমের সৌজন্যে
প্রাডার নকশা করা স্পেস স্যুটের প্রটোটাইপ। ছবি: এক্সিওমের সৌজন্যে

নাসার আর্টেমিস ৩ চন্দ্রামিযানের মহাকাশচারীদের জন্য স্পেস স্যুটের নকশা করবে ইতালীয় অভিজাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডা।

২০২৫ সালে নাসার এই অভিযানটি শুরু হওয়ার কথা রয়েছে।

প্রাডার সঙ্গে যৌথভাবে বিশেষ এ স্যুট তৈরির কাজ করবে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিওম স্পেস। এই অংশীদারিত্ব চুক্তির লক্ষ্য হচ্ছে মহাকাশচারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্পেস স্যুট তৈরি করা।

প্রাডা-অ্যাক্সিওমের তৈরি এই পোশাকের যাত্রা শুরু হবে আর্টেমিস ৩ অভিযানের মধ্য দিয়ে। নভোচারীদের পর্যাপ্ত আরাম ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি এই পোশাকগুলোতে মহাকাশ গবেষণার জন্য নাসার উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তিরও সন্নিবেশ থাকবে।

অ্যাক্সিওম স্পেস জানিয়েছে, এই স্পেস স্যুট এখনো প্রোটোটাইপ পর্যায়ে আছে। উভয় প্রতিষ্ঠানই পোশাকটির উপাদান ও নকশার ক্ষেত্রে উদ্ভাবনী সমাধান খোঁজার জন্য একসঙ্গে কাজ করবে।

স্পেস স্যুটের মতো পোশাক তৈরির অভিজ্ঞতা থাকায় এক্ষেত্রে প্রাডার প্রযুক্তিগত দক্ষতা কাজে আসবে, যার ফলে চন্দ্র অভিযানের উপযোগী আরও সুরক্ষিত ও নমনীয় পোশাক তৈরি করার সম্ভব হবে। পোশাকগুলো এমনভাবে তৈরি করা হবে, যাতে এগুলো মহাকাশচারীদের বৈরি পরিবেশেও সুরক্ষিত রাখে এবং তাদের লাইফ সাপোর্ট সিস্টেম হিসেবে আরও ভালোভাবে কাজে আসে।

অ্যাক্সিওমের আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে প্রতিষ্ঠানটি পোশাকের বাইরেও নভোচারীদের জন্য মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়ক বিশেষ প্রযুক্তিসম্পন্ন গ্লাভসও তৈরি করবে।

দ্য অ্যাক্সিওম এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট (AxEMU)  নামের এই বিশেষ স্পেস স্যুটে প্রযুক্তি ও ফ্যাশনের ছাপ থাকবে।

নাসার আর্টেমিস ৩ অভিযান হবে আর্টেমিস ২ অভিযানের উত্তরসূরি। ২০২৪ সালের নভেম্বরের পর আর্টেমিস ২ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে নাসা। এরই মধ্যে এ মিশনের জন্য চারজন মহাকাশচারীকে বাছাই করা হয়েছে।

আর্টেমিস ২ অভিযানে অংশ নেওয়া চার মহাকাশচারীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা হ্যামক কোচ, যিনি প্রথম মার্কিন নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন। এছাড়া এই অভিযানে অংশ নিচ্ছেন ভিক্টর গ্লোভার, যিনি হতে যাচ্ছেন মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম আফ্রিকান-আমেরিকান নভোচারী।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আহমেদ হিমেল

 

 

Comments

The Daily Star  | English

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

11m ago