এখনো বলি মদমুক্ত পূজা চাই: এমপি বাহার

আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, 'আমি এখনো বলি মদমুক্ত পূজার কথা। এটা শুধু আমার কথা নয়, দিল্লি থেকেও এটা বলেছে।'

গতকাল শুক্রবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে সভায় হিন্দু ধর্মাবলম্বীদের 'মদমুক্ত পূজা' উদযাপন করার আহ্বান জানান স্থানীয় এমপি বাহাউদ্দিন বাহার।

তিনি বলেছিলেন, 'পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারারাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজা আয়োজন। মণ্ডপে লিখে দেবেন "মাদকমুক্ত পূজা"। মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে, এত মণ্ডপ হবে না।'

তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গতকাল কুমিল্লায় ঐক্য পরিষদ মিছিল করলে সেখানে হামলা চালায় স্থানীয় যুবলীগ। এতে অন্তত দুই জন আহত হয়।

এমপি বাহারের ওই বক্তব্য প্রকাশ করায় কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত ও ফটোসাংবাদিক সজিব হোসেনকে বৃহস্পতিবার কুমিল্লা টাউন হলে নগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা থেকে বের করে দেন তিনি।

এসব বিষয়ে জানতে গতকাল রাতে ফোন করলে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ডেইলি স্টারকে বলেন, 'আমি এখনো বলি মদমুক্ত পূজার কথা। এটা শুধু আমার কথা নয় দিল্লি থেকেও এটা বলেছে।'

'মদমুক্ত পূজা বা মাদকমুক্ত পূজার বক্তব্য শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, যেকোনো সম্প্রদায়ের প্রেক্ষাপটেই বলা', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

21m ago