গাজায় ৪ হাজার টন ওজনের ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

গাজায় বৃষ্টির মতো সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। ছবি: এএফপি

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪ হাজার টন ওজনের প্রায় ৬ হাজার বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায় বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলের বিমান বাহিনী বলেছে, গত শনিবার থেকে তারা গাজার ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

বিমান বাহিনীর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, 'যতদিন প্রয়োজন হবে আমরা নিরলসভাবে প্রবল হামলা চালিয়ে যাব।'

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত শনিবার থেকে গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪১৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৪৪৭ জন শিশু এবং ২৪৮ জন নারী। এ ছাড়াও, আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

41m ago