চিকিৎসা সহায়তায় ‘নিরাপদ করিডর’ চাইল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

হাসপাতালগুলোতে এখন মৃত আর আহত মানুষ উপচে পড়ছে।
হামাস ইসরায়েল যুদ্ধ
গাজা শহরের বিচ রিফিউজি ক্যাম্প থেকে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজায় চিকিৎসা সহায়তায় নিরাপদ করিডরের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ওই অঞ্চলের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সহায়তা প্রবেশ নিশ্চিত করতে একটি নিরাপদ করিডোর খোলার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ আহ্বান জানায় বলে আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে। এতে বলা হয়, হাসপাতালগুলোতে এখন মৃত আর আহত মানুষ উপচে পড়ছে।

বিবৃতিতে বলা হয়, খান ইউনিস শহরের পূর্বে চারটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেইত হানুন শহরে বোমা বর্ষণের ফলে তাদের একমাত্র হাসপাতালটি বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিচালনার জন্য বিদ্যুত নেই। এতে অসুস্থ ও আহত সব মানুষ হুমকির মুখে পড়বে বলে,' পৃথক বিবৃতিতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Comments