ইসরায়েলে নিহত বেড়ে ৯০০, ফিলিস্তিনে ৬৮০

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর কাজ করছে ফিলিস্তিনি উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে গত শনিবার থেকে ৩ দিনে অন্তত ৯০০ জন নিহত হয়েছে।

এ হামলার জবাবে ইসরায়েলের বিমান হামলায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে এমন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যা 'আগে কখনো হয়নি'।

শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়। পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়, সন্ত্রাসীরা 'সেনা এবং বেসামরিক নাগরিকদের' অপহরণ করেছে। তারা সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও, হামাসের দাবি তারা ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০০ জনকে আটকের পর জিম্মি করে রেখেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় অন্তত ১১ মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং কয়েকজনকে জিম্মি করা হয়েছে।

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago