মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন পিছিয়ে ২৯ অক্টোবর

ঢাকা মেট্রোরেল
স্টার ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে তারিখ পরিবর্তন করতে হয়েছে। আমরা শুধু নতুন তারিখ পেয়েছি, কিন্তু ভেন্যুসহ ও অন্যান্য বিষয় এখনো ঠিক করা হয়নি।'

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন।

তবে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।

দেশের প্রথম মেট্রোরেল লাইনের উত্তরা-আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়।

এরপর আগামী ২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশ চালু হতে যাচ্ছে।

৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

31m ago