মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন পিছিয়ে ২৯ অক্টোবর
দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে তারিখ পরিবর্তন করতে হয়েছে। আমরা শুধু নতুন তারিখ পেয়েছি, কিন্তু ভেন্যুসহ ও অন্যান্য বিষয় এখনো ঠিক করা হয়নি।'
এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন।
তবে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।
দেশের প্রথম মেট্রোরেল লাইনের উত্তরা-আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়।
এরপর আগামী ২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশ চালু হতে যাচ্ছে।
৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
Comments