মেট্রোরেলের একটি ‘বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট’ হয়েছে, মেরামত চলছে: প্রকৌশলী
রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর একটি 'বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট' হয়েছে এবং বর্তমানে সেটি মেরামত চলছে।
এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত এই প্রকল্পের একজন প্রকৌশলী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রকৌশলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেট্রোরেল অবকাঠামোর একটি বিয়ারিং প্যাডের ডিসপ্লেসমেন্ট হয়েছে। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের ওপরে থাকে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। মেরামত শেষে এ অংশে আবার মেট্রোরেল চালু হবে।'
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কর্মীরা সরে যাওয়া বিয়ারিং প্যাডটি মেরামতের কাজ শুরু করেন। দুপুর সোয়া ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মেরামত কাজ চলছিল।
আজ সকালে শুরুতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও পৌনে ১০টা থেকে আগারগাঁওয়ের পরের অংশে চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল অভিমুখী যাত্রীদের আগারগাঁও স্টেশনেই নেমে যেতে হয়। তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।
Comments