উত্তরায় চালু হচ্ছে সিনেপ্লেক্স, ১ বছরে হল বাড়িয়ে ৪০টি করার পরিকল্পনা

গতকাল শনিবার সিনেপ্লেক্সের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করেছিল সিনেপ্লেক্স।

বর্তমানে দেশের ৭টি শাখায় মোট ১৯টি হল আছে সিনেপ্লেক্সের। আগামী বছরের মধ্যে হল সংখ্যা ৪০ এ দাঁড়াবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সিনেপ্লেক্সের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল বলেন, 'আমাদের টার্গেট সারাদেশে আমাদের ১০০টি হল থাকবে। ১৯ বছরে এর সংখ্যা ২০টির মতো হয়েছে। আরেকটু বেশি হতে পারত। কোভিডের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। তবে আশা করছি ২০২৪ সাল নাগাদ আমাদের ৪০টি হল চালু থাকবে।'

স্টার সিনেপ্লেক্সের পরবর্তী শাখাগুলো ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও বগুড়ায় হচ্ছে বলে জানান তিনি। এ ৪ শাখায় ১২টি পর্দা থাকবে। 

এছাড়া চট্টগ্রামে আরও ৩টি হল বাড়ানোর পরিকল্পনা আছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

মাহবুবুর রহমান রুহেল বলেন, 'আমি চাই বেশি বেশি বাংলা সিনেমা চালাতে। আমাদের এ বছরই প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা ভালো গিয়েছে। কিন্তু বছরে ৩-৪টি বাংলা সিনেমা দিয়ে হবে না। আমাদের দরকার কমপক্ষে ১০টি ভালো ও ব্যবসা দিতে পারবে এমন বাংলা সিনেমা।'

'নতুন শাখাগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রজেকশন সিস্টেম নিয়ে আসবে স্টার সিনেপ্লেক্সে। একইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলের মতো লাইভ এন্টারটেইনমেন্ট অপেরা কিংবা টেইলর সুইফটের কনসার্ট ইত্যাদি দেখানোর ব্যবস্থা করার ইচ্ছা আছে,' যোগ করেন তিনি।

দেশীয় সিনেমাকে উৎসাহ দিতে 'অন্তর্জাল', 'প্রহেলিকা' ও '১৯৭১: সেই সব দিন' সিনেমাকে বিশেষ সম্মাননা দেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

17m ago