ব্রাহ্মণবাড়িয়া ২

আ. লীগের মনোনয়ন পেলেন না উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান

মাইনুল হাসান তুষার ও শাহজাহান আলম সাজু। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনে শাহজাহান আলম সাজুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এ ছাড়া, লক্ষ্মীপুর ৩ আসনে গোলাম ফারুক পিংকু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত এ দুটি আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর এবং যাচাই-বাছাই ১২ অক্টোবর।

এর আগে গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে।  ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এ কে এম শাহজাহান কামাল মৃত্যুবরণ করলে আসন দুটি শূন্য হয়।

বহিষ্কৃত বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শুন্য হওয়া আসনের উপ-নির্বাচনে লড়তে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তার ছেলে মাইনুল হাসান তুষার।

 

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

58m ago