২৪ ঘণ্টার মধ্যে গাজার আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেবে ইসরায়েল
গাজা উপত্যকার আশপাশের সব বাসিন্দাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার ইসরায়েলের সেনাবাহিনী জানায় যে, ইসরায়েলে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'আগামী ২৪ ঘণ্টায় আমাদের লক্ষ্য হলো গাজার আশপাশের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া। কেননা ইসরায়েলের ভেতরে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের উদ্ধারের জন্য এখনো লড়াই চলছে।'
তিনি বলেন, 'পুরো অঞ্চলটি স্ক্যান করে সেখানে কোনো সন্ত্রাসীর উপস্থিতি নেই তা নিশ্চিত হওয়ার জন্যই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।'
'ওই এলাকায় হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়া প্রতিটি সন্ত্রাসীকে হত্যা না করা পর্যন্ত আমরা প্রতিটি আবাসনে তল্লাশি চালাব', যোগ করেন তিনি।
Comments