আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

তিন সেঞ্চুরি, ৪২৮ রান- দক্ষিণ আফ্রিকার লঙ্কাকাণ্ড

রেকর্ডের ভেলায় চড়ে রানের পাহাড় গড়ল প্রোটিয়ারা।

তিন সেঞ্চুরি, ৪২৮ রান- দক্ষিণ আফ্রিকার লঙ্কাকাণ্ড

শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা
ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। একজন-দুজন নয়, দলটির তিন ব্যাটার পেলেন সেঞ্চুরি। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন তিন অঙ্ক ছোঁয়ার পর এইডেন মার্করাম করলেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তাদের কল্যাণে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তিও গড়ল প্রোটিয়ারা।

শনিবার ভারতের দিল্লিতে ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান করেছে টেম্বা বাভুমার দল। অধিনায়ক নিজে রান না পেলেও বাকিরা চড়াও হন লঙ্কান বোলারদের ওপর।

বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান এখন দক্ষিণ আফ্রিকার। এতদিন রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে তারা করেছিল ৬ উইকেটে ৪১৭ রান। বিশ্বকাপের মঞ্চে অন্তত চারশ রানের দলীয় সংগ্রহ এই নিয়ে হলো পাঁচটি। এর তিনটিই দক্ষিণ আফ্রিকার দখলে। বিশ্বকাপে তাদের আগের সর্বোচ্চ ছিল ৪ উইকেটে ৪১১ রান। ২০১৫ সালের ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড।

ছবি: এএফপি

এবারের বিশ্বকাপ দিয়ে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া ডি কক ৮৪ বলে ১০৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১২টি চার ও তিনটি ছক্কা। তিনে নামা ডুসেন ১১০ বলে ১৩টি চার ও ২টি ছয়ে করেন ১০৮ রান। বাভুমা দ্রুত আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১৭৪ বলে ২০৪ রানের জুটি।

চারে নেমে ৫৪ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রান করেন মার্করাম। ইনিংসের ৩১তম ওভারে ক্রিজে গিয়ে ৪৮তম ওভার পর্যন্ত টেকেন তিনি। মাঝে তাণ্ডব চালিয়ে ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে গড়েন রেকর্ড। তিনি ফিফটিতে পৌঁছেছিলেন ৩৪ বলে। অর্থাৎ পরের পঞ্চাশের জন্য তার লাগে মাত্র ১৫ বল। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়ানের। ২০১১ সালের আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম কোনো ম্যাচে এক দলের তিন ব্যাটার সেঞ্চুরি করলেন। সব মিলিয়ে ওয়ানডেতে এমন কিছু ঘটল চতুর্থবার, যার তিনটির সঙ্গেই জড়িয়ে দক্ষিণ আফ্রিকার নাম। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে তিন প্রোটিয়া ব্যাটার সেঞ্চুরি পেয়েছিলেন। গত বছর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের তিন ব্যাটার করেছিলেন সেঞ্চুরি। সেদিন ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের (৪ উইকেটে ৪৯৮ রান) কীর্তিও গড়েছিল ইংলিশরা।

ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চারশ ছাড়াতে ভূমিকা রাখেন ডেভিড মিলারও। ২১ বলে তিনটি চার ও দুটি ছক্কা মেরে তিনি অপরাজিত থাকেন ৩৯ রানে। এছাড়া, হেইনরিখ ক্লাসেন একটি চার ও তিনটি ছয়ে ২০ বলে ৩২ রান করেন।

শ্রীলঙ্কার ছয় বোলারের মধ্যে পাঁচজনই ওভারপ্রতি আটের বেশি রান দেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি ৬ ওভারে ৩৬ রান দিয়ে কোনো উইকেট অবশ্য পাননি। দিলশান মাদুশাঙ্কা ২ উইকেট নিতে ১০ ওভারে খরচ করেন ৮৬ রান।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

16h ago