রাজধানীতে আ. লীগের আগামীকালের সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর
![২৭ জুলাইয়ের সমাবেশ: রাজধানীর ‘দখল’ ছাড়বে না আওয়ামী লীগ ২৭ জুলাইয়ের সমাবেশ](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/07/26/aaoyyaamii_liig.jpg)
রাজধানীর কাওলা এলাকায় আগামীকাল শনিবারের পূর্বনির্ধারিত সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ঢাকা (উত্তর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারপোর্ট সংলগ্ন কাওলা এলাকায় সিভিল এভিয়েশন মাঠে এ সমাবেশের আয়োজনে ছিল ঢাকা (উত্তর) আওয়ামী লীগ।
ঢাকা (উত্তর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
Comments