আ. লীগের সমাবেশের জন্য ভাড়া নেওয়ায় বাস শূন্য নাটোর

বাস না থাকায় কাউন্টারগুলোতে বসে আছেন যাত্রীরা। ছবি: স্টার

রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশে নাটোর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে যেতে বিশেষ ট্রেনের পাশাপাশি বাসও ভাড়া করা হয়েছে। এর প্রভাব পড়েছে নিয়মিত রুটে যাত্রী চলাচলে।

আজ রোববার সকাল থেকেই নাটোর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী থেকে ঢাকাগামী যেসব বাস নাটোর হয়ে চলাচল করে তার বেশিরভাগই আজ আসছে না। কাউন্টারগুলো যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে, কিংবা সন্ধ্যার পরের টিকিট দিচ্ছে।

নাটোরে দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের রাজশাহী থেকে ঢাকাগামী কোনো বাস সকাল থেকে আসেনি। অন্যান্য দিন দুপুরের আগে ৫-৭টা বাস যায় ঢাকায়। সন্ধ্যার আগে আর কোনো বাস আসবে না। আমরা অগ্রিম সেসব টিকিট বিক্রি করেছিলাম সেগুলোর টাকা যাত্রীদের ফেরত দিয়ে দিচ্ছি।'

একই তথ্য জানান নাটোরের হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার মোবারক হোসেন। তিনি বলেন, 'অন্য দিন অন্তত ১০টা বাস ঢাকায় গেলেও আজ সকাল থেকে মাত্র ৫টা বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বাকিদের টাকা ফেরত দিয়েছি, না হয় সন্ধ্যার পরের টিকিট দিয়ে দিয়েছি।'

সরেজমিনে দেখা যায়, নাটোর বাসস্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষায় আছেন বাসের। অনেক দূরপাল্লার যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে।

নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া মিম খাতুন বলেন, 'ঢাকা যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো কাউন্টারে টিকিট নেই। সন্ধ্যার আগে কোনো বাস নেই, সন্ধ্যার দিকে যে যাব সেই টিকিটও পাচ্ছি না।'

অপর এক যাত্রী ফজের আলী বলেন, 'আজ সকালে ঢাকা যাওয়ার টিকিট কেটে রেখেছিলাম। এখন বলছে বাস যাবে না, টাকা ফেরতে দিয়ে দিয়েছে। বাধ্য হয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি।'

কাজের উদ্দেশ্যে ঢাকা যাওয়ায় অপেক্ষায় থাকা কয়েকজন দিনমজুরকে দেখা যায় বাসস্ট্যান্ডে। তারা জানান, নাটোরের আত্রাই থেকে ঢাকা যাওয়ার জন্য তারা এসেছেন। নাটোর পর্যন্ত আসতে তাদের জনপ্রতি প্রায় ১৫০ টাকা খরচ হয়েছে। এখন ঢাকা যেতে না পারলে আরও অন্তত ১৫০ টাকা খরচ হবে বাড়ি ফিরতে। কিন্তু কাজ করে টাকা নিয়ে বাড়ি ফিরতে না পারলে ঘরে বাজার করতে পারবে না তারা।

ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিজীবী সাজু বলেন, 'বেসরকারি চাকরি তো বোঝেন ভাই। আজ যেতে না পারলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে।'

একই পরিস্থিতিতে পড়েছেন নাটোর থেকে পাবনা, কুষ্টিয়াসহ অন্যান্য জেলা অভিমুখে রওনা দেওয়া যাত্রীরাও। বাস না থাকায় তারা পড়েছেন বিপাকে।

দিনমজুরের কাজ করতে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন রথিন সরকারসহ কয়েকজন। বাস না থাকায় তারাও যেতে পারছেন না।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশে যাওয়ার জন্য সব বাস ভাড়া করে নেওয়ায় নিয়মিত রুটে বাস চলাচল করার মতো বাস নেই। নাটোরের বাসে সংকুলান না হওয়ায় রাজশাহী, পাবনা, বগুড়া থেকে বাস ভাড়া করে আনা হয়েছে। ফলে, নিয়মিত রুটে কিছুটা সমস্যা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'সন্ধ্যার মধ্যে বাসগুলো আবার ফেরত এলে সব স্বাভাবিক হয়ে যাবে।'

আকিব পরিবহনের সুপারভাইজার মো. আলমগীর ডেইলি স্টারকে বলেন, 'নাটোর থেকে সিরাজগঞ্জ রোডের ভাড়া ১০০ টাকা। কিন্তু আজকে আমরা ২০০ টাকা নিচ্ছি। কারণ ফিরে আসার সময় যাত্রী পাবো না। খালি বাস নিয়ে আসতে হবে।'

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

15h ago