চন্দনাইশে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যাওয়ার পথে চন্দনাইশে নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই হামলা হয়।
পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যাওয়ার পথে চন্দনাইশে নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই হামলা হয়।

রোড মার্চে অংশ নিতে কক্সবাজার, লোহাগাড়া ও সাতকানিয়া এলাকাগুলো হতে ছেড়ে আসা বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম ও সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমানের নেতৃত্বে ৪০-৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালান। সেখানে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্থানীয় দুর্বৃত্তরা বিকাল ৩টার দিকে গাড়িবহরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে ওসি হামলাকারীদের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি।

তবে স্থানীয় সূত্র জানায়, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম ও সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম হামলার নেতৃত্বে ছিলেন।

যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম বলেন, তারা বিএনপির মোটর শোভাযাত্রায় কোনো বাধা দেননি, বরং বিএনপির লোকজনই গাছবাড়িয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, 'গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের ব্যানার থাকায় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে ছাত্রলীগের ভেবে গাড়ি থেকে নেমে এসে হামলা চালায়।'

তিনি বলেন, 'খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যান। বিএনপি কর্মীরা ততক্ষণে রাস্তায় কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে আমরা তাদের প্রতিহত করি।'

'বরং আমরা বিএনপি নেতাদের জনরোষ থেকে বাঁচিয়েছি,' দাবি করেন তিনি।

Comments

The Daily Star  | English

20 lakh people affected by floods in 15 districts: state minister

State Minister for Disaster Management and Relief Md Mohibur Rahman today said around 20 lakh people across 15 districts have been affected by the ongoing floods caused by torrential rains and upstream water onrush

40m ago