বেনাপোল বন্দর দিয়ে আট দিনে পাঁচ লাখ ২৮ হাজার কেজি ইলিশ গেল ভারতে

ইলিশ
স্টার ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে আট দিনে মোট পাঁচ লাখ ২৮ হাজার ৫৪০ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে।

এরমধ্যে গতকাল ৪ অক্টেবর ৮৩ হাজার ৯০০ কেজি, ৩ অক্টোবর ৯৮ হাজার ৬০০ কেজি, ৩০ সেপ্টম্বর ৯১ হাজার ৫০০ কেজি, ২৭ সেপ্টম্বর ৩১ হাজার ৭৬০ কেজি, ২৬ সেপ্টেম্বর ৪৮ হাজার ৯৮০ কেজি, ২৫ সেস্পটম্বর ৫৬ হাজার ৫০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ হাজার ১০০ কেজি ও ২১ সেপ্টেম্বর ৭৭ হাজার ১০০ কেজি ইলিশ ভারতে গেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের দুর্গাপূজায় ভারতে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির কথা আছে।

ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস ডেইলি স্টারকে বলেন, 'পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। পূজার আগে এরচেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।'

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, 'সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। আট দিনে পাঁচ লাখ ২৮ হাজার ৫৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

1h ago