মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী

কোনো কারণই সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে না: ভারতীয় হাইকমিশনার

নোয়াখালীতে ঐতিহাসিক গান্ধী আশ্রমে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কোনো কারণই সহিংসতা ন্যায্যতা দিতে পারে না এবং মানবতাবাদ সর্বদা জয়ী হবে।

আজ সোমবার মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে ঐতিহাসিক গান্ধী আশ্রমে আয়োজিত এক সেমিনারে বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার প্রণয় ভার্মা গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

'গান্ধিজিস কোয়েস্ট ফর পিস অ্যান্ড হারমনি ইন নোয়াখালী অ্যান্ড ইটস রিলেভ্যান্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড' শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি বলেন, 'মানবতার সহজাত মঙ্গলের প্রতি গান্ধীজির প্রত্যয় ও পরিবর্তনের শক্তি হিসেবে শান্তি ও অহিংসার প্রতি তার অটল বিশ্বাস ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কার মতোই আজও প্রাসঙ্গিক।'

'অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির নীতির প্রতি তার অদম্য নিবেদন শুধু নোয়াখালীকে সান্ত্বনাই দেয়নি, মানবতার বিবেকের ওপরও একটি অমোঘ চিহ্ন রেখে গেছে,' যোগ করেন তিনি।

হাইকমিশনার আরও বলেন, 'প্রতিবছর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন শান্তি, অহিংসা, সহনশীলতা ও বোঝাপড়ার মূল্যবোধের সর্বজনীনতাকে নিশ্চিত করে এবং বর্তমান বৈশ্বিক প্রতিবন্ধকতা, যেমন সন্ত্রাসবাদ মোকাবিলায় সেগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরে।'

হাইকমিশনার ভার্মা গান্ধী আশ্রমে ১৯৪৬ সালে নোয়াখালীতে মহাত্মা গান্ধীর সফরের সঙ্গে সম্পর্কিত জাদুঘর পরিদর্শন করেন এবং গান্ধী আশ্রম ট্রাস্টকে উৎসাহিত করেন।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

1h ago