বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে কার খেলা কবে

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আর মাত্র এক সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ আসর। তবে বিশ্বকাপের আমেজ শুরু হচ্ছে শুক্রবার থেকেই। এদিনই যে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেমে যাবে দলগুলো। গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশও। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে অংশ নেওয়া দশ দলের সবগুলোই দুটি করে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে। দেখে নেওয়া যাক কার প্রস্তুতি ম্যাচ কবে।

তারিখ ম্যাচ ভেন্যু
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা গৌহাটি
২৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা বনান আফগানিস্তান থ্রিবান্দাম
২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড বনাম পাকিস্তান হায়দরাবাদ 
৩০ সেপ্টেম্বর ভারত বনাম ইংল্যান্ড গৌহাটি
৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস থ্রিবান্দাম
২ অক্টোবর  ইংল্যান্ড বনাম বাংলাদেশ গৌহাটি
২ অক্টোবর  নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা থ্রিবান্দাম
৩ অক্টোবর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা গৌহাটি
৩ অক্টোবর পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া হায়দরাবাদ 
৩ অক্টোবর ভারত বনাম নেদারল্যান্ডস থ্রিবান্দাম

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিতও হবে টিভিতে। 

Comments