প্রধানমন্ত্রীর বদান্যতায় দণ্ডিত হয়েও সুচিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

আইন তার নিজস্ব গতিতে চলবে।
প্রধানমন্ত্রীর বদান্যতায় দণ্ডিত হয়েও সুচিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পারছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার বেলা ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় একাধিক অনুষ্ঠানে অংশ নিতে এদিন ঢাকা থেকে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন আনিসুল হক।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি। আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে, এখন কিছু বলা যাবে না।'

বিএনপির পক্ষ থেকে হরতাল-অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি জানানো হয়েছে—সে বিষয়ে তিনি বলেন, 'তারা আইন ভঙ্গ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পদক তাকজিল খলিফা কাজল ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবনসহ অনেকে।

Comments

The Daily Star  | English

BNP lends support to anti-quota, pension protests

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today announced BNP's support for the ongoing quota reform and pension movements

1h ago