‘ডিসেম্বর থেকে পূর্ণ উৎপাদনে যাবে ১২০০ মেগাওয়াটের মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র’

নির্মাণাধীন মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: স্টার

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আজ বৃহস্পতিবার সকালে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, 'মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। গত ৩১ জুলাই থেকে এ বিদ্যুৎকেন্দ্র ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন করে আসছে। বিদ্যুৎকেন্দ্রটি আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পুরোদমে, অর্থাৎ এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনে যাবে।'

এর আগে, সকাল ১০টায় চট্টগ্রাম থেকে নৌপথে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের একটি জেটিতে পৌঁছান তিনি। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পের সার্বিক বিষয় এবং অগ্রগতি নিয়ে কথা বলেন তিনি। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ এবং কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকরা সেসময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

1h ago