মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

রইসুল হক বাহার
রইসুল হক বাহার। ছবি: সংগৃহীত

গেরিলা মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। কৈবল্যধাম যুদ্ধের নেতা রইসুল হক বাহার ৪৬ বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

একাত্তরের সমরে এই যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

১৯৫২ সালের ১ এপ্রিল নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার চরকাকড়া গ্রামে রইসুল হক বাহারের জন্ম। ১৯৬৯ সালে চট্টগ্রাম বন্দরে তিনি কর্মজীবন শুরু করেন।

চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস করতে আসা সোয়াত জাহাজ অবরোধে নিউমুরিং এলাকার জনগণকে সংগঠিত করার কাজে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন সাংবাদিক রইসুল হক বাহার।

১৯৭১ সালে তিনি ভারতের হাফলংয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেন। গেরিলা কমান্ডার রইসুল হক বাহার ছিলেন বিস্ফোরক বিশেষজ্ঞ। চট্টগ্রামের কৈবল্যধাম রেল স্টেশন অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়।

১৯৭২ সালে দৈনিক সেবক পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর তিনি দৈনিক গণকন্ঠ ও দৈনিক পূর্বকোণ-এ কাজ করেন। ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত তিনি দ্য ডেইলি স্টার এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন।

তিনি চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় বার্তা সম্পাদক ছিলেন। চট্টগ্রামের ইংরেজি দৈনিক পিপলস ভিউ ও জাতীয় দৈনিক ডেইলি সান'র বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জীবনের শেষ সময়ে ছিলেন দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক ও ফুলকি স্কুলের নির্বাহী সচিব।

'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দর' বইয়ের সম্পাদনা করেন তিনি। এ ছাড়া, 'পশ্চিম পাকিস্তানের শেষ রাজা' বইটির অনুবাদ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছোটদের জন্য পুস্তিকা লিখেছেন।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের প্রকাশনা 'স্মরণিকা' সম্পাদনা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধের আর্কাইভ প্রতিষ্ঠায় মূল ভূমিকায় ছিলেন রইসুল হক বাহার।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

28m ago