পঞ্চগড় সীমান্তে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

প্রতীকী ছবি

পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ১৯ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী হরিভাষা প্রধানপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় জুয়েল (৩২) নামের একজনকে আট করা হয়। তিনি সদর উপজেলার মধুপুর গ্রামের আফসার আলীর ছেলে।

আজ সকালে বিজিবি সদস্যরা হরিভাষা সীমান্ত পিলারের কাছে জুয়েলের মোটরসাইকেলটি আটক করে তার কাছ থেকে ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ১৫ কোটি টাকার বেশি।

এ সময় তার কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, জুয়েলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে স্বর্ণের বারগুলো কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

Comments