আইসিসি র‍্যাঙ্কিং

ওয়ানডেতে বাংলাদেশকে আটে নামিয়ে দিল শ্রীলঙ্কা

ছবি: এএফপি

এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ল আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে সংস্করণের তালিকায় এক ধাপ নিচে নেমে গেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। টাইগারদের টপকে সাত নম্বরে উঠল শ্রীলঙ্কা।

গতকাল বৃহস্পতিবার সবশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ অবস্থান করছে অষ্টম স্থানে। এর আগে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান ছিল সাতে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের ছাড়িয়ে যাওয়া লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩।

চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। ফলে আসরটির ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের। শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তানের বিপক্ষে জিতে গ্রুপ পর্বের বাধা পাড়ি দেয় তারা। তবে সুপার ফোরে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের পর তারা আরেক দফা হেরেছে লঙ্কানদের কাছে।

জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশের হারের ধরন ও ক্রিকেটারদের মলিন প্রদর্শনী জন্ম দিয়েছে সমালোচনার। সুপার ফোরে তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। শুক্রবার কলম্বোতে তারা মুখোমুখি হবে ভারতের। এই ম্যাচে নামার আগেই অবশ্য ফাইনাল নিশ্চিত করে রেখেছে রোহিত শর্মার দল।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেলে দুইয়ে উঠে গেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৬। পাকিস্তান এশিয়া কাপ শুরু করেছিল র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে। তবে আসরটিতে খেলা পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জেতায় তাদের অবনতি হয়েছে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন আছে তারা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারে (১০৩ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ড পাঁচে (১০২ রেটিং পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা ছয়ে (১০১ রেটিং পয়েন্ট) অবস্থান করছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাকি দুটি স্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান (৮০ রেটিং পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৮ রেটিং পয়েন্ট)।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

50m ago