দুর্নীতি মামলায় ছয় মাসের জামিন পেলেন রিজেন্টের সাহেদ

সাহেদ মোট ২৪টি ফৌজদারি মামলার আসামি এবং অস্ত্র মামলা ছাড়া বাকি ২৩টি মামলায় জামিন পেয়েছেন।
Regent_Chair_Sahed.jpg
ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী দাখিল না করায় সাহেদকে দোষী সাব্যস্ত করে রায় দেন গত ২১ আগস্ট রায় দেন বিচারিক আদালত। এই রায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সাহেদের করা আপিলের পরিপ্রেক্ষিতে আজ তাকে জামিন দেন হাইকোর্ট।

সাহেদের আইনজীবী মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় হাইকোর্টের এই জামিনের আদেশে আমার মক্কেল জেল থেকে মুক্ত হতে পারবেন না।'

সাহেদ মোট ২৪টি ফৌজদারি মামলার আসামি এবং অস্ত্র মামলা ছাড়া বাকি ২৩টি মামলায় জামিন পেয়েছেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, সাহেদের জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

সাহেদকে স্বল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে বিবেচনা করে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন বলেও জানান তিনি।

২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে ঢাকা ইন্টিগ্রেটেড অফিস-১ এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করে দুদক।

২০২০ সালের ১৫ জুলাই দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago