ভবন নির্মাণ অনুমোদনে চউকের অনিয়ম পেয়েছে দুদক

দুদক

বন্দরনগরীতে ভূমি ব্যবহারের অনুমতি, ভবনের নকশা ও ব্যবহারের অনুমোদনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেবা গ্রহীতাদের অভিযোগ পেয়ে আজ বুধবার দুদকের একটি দল চউক কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে বলে চট্টগ্রাম দুদকের উপপরিচালক নাজমুস সাদাত দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, 'চউকের অথরাইজড বিভাগে এসব অনুমোদন দেয় এবং অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে।'

অভিযানে চউকের প্রধান প্রকৌশলীর কার্যালয়সহ কয়েকটি বিভাগ পরিদর্শন করে নকশা অনুমোদনের কিছু নথি সংগ্রহ করে দুদক।

নথিগুলো প্রাথমিকভাবে যাচাই করে দুদক চউক ভবনের নিচতলায় একটি বেসরকারি ব্যাংকের শাখা অফিসেও যায়। ব্যাংকের ওই শাখায় ভবনের নকশা অনুমোদনের ফি জমা দিতেন গ্রাহকরা।

দুদক কী ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে জানতে চাইলে নাজমুস সাদাত বলেন, 'নকশা অনুমোদনের জন্য সেবাগ্রহীতাদের যে সরকারি ফি দিতে হয়, সেখানে আমরা কিছু অনিয়ম পেয়েছি।'

'আমরা চউক ও ব্যাংক থেকে কিছু নথি সংগ্রহ করেছি। অপরাধীদের শনাক্ত করতে নথিগুলো যাচাই করব এবং ক্রসচেক করব,' যোগ করেন তিনি।

অভিযানের পর চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ সাংবাদিকদের বলেন, চউকের কোনো কর্মী নকশা অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

'আমরা ইতোমধ্যে অনুমোদন প্রক্রিয়ার অনিয়ম খুঁজে দেখতে একটি কমিটি গঠন করেছি,' বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

37m ago