লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় বন্যা
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে বন্যায় বিধ্বস্ত গাড়ি। ছবি: রয়টার্স

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলের দারনা শহরে বসবাসরত অন্তত ৬ বাংলাদেশি নাগরিক মারা গেছেন।

আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

মৃত ৬ জনের মধ্যে ৪ জনের প্রাথমিক পরিচয় জানতে পেরেছে দূতাবাস।

তারা হলেন-রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। অপর ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। 

এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কয়েকজন বাংলাদেশি নিখোঁজ আছে বলে আশঙ্কা করছে দূতাবাস। 

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষ করে দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধে ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

সেখানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে দূতাবাস জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

24m ago