চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ, ই-ড্রাইভিং লাইসেন্স,

ই-ড্রাইভিং লাইসেন্স চালু করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। চালকরা মোবাইলফোনের মাধ্যমে এই লাইসেন্স দেখাতে পারবেন।

গত ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে বিআরটিএ। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্সের মতো স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ব্যবহার করতে পারবেন।

লাইসেন্সটি কিআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago