চট্টগ্রাম বন্দরে বিআরটিএর অভিযান, ৭৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম বন্দরের ভেতরে নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে অনিয়ম পাওয়ায় বন্দরের ভেতরে চলা বিভিন্ন যানবাহনচালককে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার এবং বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।
অভিযানে এ অ্যান্ড জে ট্রেডার্সের সাতটি ট্রেলারের ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ থাকায় ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, এক ট্রেলারচালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বন্দরের অভ্যন্তরে প্রায়শই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শৃঙ্খলা ফেরাতে বন্দরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
Comments