আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে নেই নাইব, ফিরলেন নাভিন

ছবি: এএফপি

২০২৩ আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। সেখানে জায়গা হয়নি এশিয়া কাপে ভালো পারফর্ম করা অলরাউন্ডার গুলবদিন নাইবের। ফিরেছেন দুই বছরের বেশি সময় আগে শেষবার ওয়ানডে খেলা ডানহাতি পেসার নাভিন উল হক।

বুধবার হাশমতুল্লাহ শহিদির নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আফগানরা। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, রহমানুল্লাহ গুরবাজসহ নিয়মিত তারকাদের সবাই আছেন সেখানে।

এবারের এশিয়া কাপে আফগানিস্তানের যে স্কোয়াড ছিল, সেখান থেকে বিশ্বকাপ স্কোয়াডে বাদ পড়েছেন মোট চার জন। নাইব ছাড়া বাকিরা হলেন করিম জানাত, শরাফুদ্দিন আশরাফ ও সুলিমান সাফি। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই।

ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে আফগানরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ধর্মশালায় দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।

Comments

The Daily Star  | English

Hasina’s extradition: Dhaka to remind Delhi after certain time

Bangladesh is expecting a reply from India regarding its request for former Prime Minister Sheikh Hasina's extradition and will send a reminder after a certain period if no reply is received from New Delhi, said a spokesperson today

2h ago