এডিসি হারুনের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন

ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনা তদন্ত এবং দায়ী পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা জানাতে বলেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সই করা আদেশে এটি বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে এতে বলা হয়, এর মাধ্যমে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে নিষ্ঠুরতা প্রদর্শনের মাধ্যমে পুলিশি ক্ষমতার অপব্যবহারপূর্বক মানবাধিকার লঙ্ঘন করার চিত্র ফুটে উঠেছে।

'একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ আইন ও নীতিবিরুদ্ধ। কমিশন মনে করে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সমীচীন।'

জাতীয় মানবাধিকার কমিশন আরও বলেছে, ব্যক্তিগত আক্রোশে কাউকে থানায় নিয়ে যাওয়া এবং ওসির (তদন্ত) কক্ষে বেদম মারধর করার এই ঘটনায় পুলিশি ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।

Comments

The Daily Star  | English

Trump announces 'massive' Japan trade deal including 15% tariff

Trump has vowed to hit dozens of countries with punitive tariffs if they don't strike a deal with the United States by next month.

45m ago