চিকিৎসা খরচের জন্য সন্তান বিক্রির ঘটনাটি মর্মান্তিক: মানবাধিকার কমিশন

জাতীয় মানবাধিকার কমিশন

দিনাজপুরে চিকিৎসা খরচের জন্য সন্তান বিক্রি করে দেওয়ার ঘটনাটি মর্মান্তিক ও মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ৮ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় ''Baby girl sold to pay injured father's hospital bills'' সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। এ অবস্থায় গুলিবিদ্ধ আব্দুর রশিদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিক্রি করা বাচ্চাটির বিষয়ে তাদের অভিমত গ্রহণ, তার ভরণপোষণজনিত বিষয়টি যাচাই ও যথাযথ ব্যবস্থা গ্রহণসহ তাকে আর্থিকভাবে সহায়তার ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসক, দিনাজপুরকে বলা হয়েছে।'

এ বিষয়ে কমিশনের সুয়োমটোতে উল্লেখ রয়েছে, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদের হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধের জন্য সদ্য ভূমিষ্ট তার নিজ কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ভুক্তভোগীদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে দেখা যায় যে, সরকারি হাসপাতালে বিনা অর্থ ব্যয়ে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেন এত অর্থ ব্যয় করতে হচ্ছে তা কমিশনের নিকট বোধগম্য নয়।'

             

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

3h ago