দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমানুয়েল মাখোঁ

পিআইপি ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন।

আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাখোঁ।

এ ছাড়া আজ সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলন থেকে গতকাল সন্ধ্যায় ঢাকায় সফররত মাখোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর দুদেশের মধ্যে  বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে।

এসব চুক্তির মধ্যে রয়েছে, দ্বিতীয় স্যাটেলাইট থেকে এয়ারবাসের উড়োজাহাজ কেনা পর্যন্ত। 

এরপর বিকেলে ঢাকা ত্যাগের কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর।

Comments