মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৩২

আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৩২৯ জন আহতের খোঁজ পাওয়া গেছে। তারা এসব এলাকার বিভিন্ন হাসপাতালে আছেন।

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, যেখানে পৌঁছানো কঠিন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মরক্কোতে ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
ছবি: রয়টার্স

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালায়।

বিবিসি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আঘাত হানে। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভেঙে পড়া ভবন, ধ্বংসস্তূপ দেখা গেছে।

ভূমিকেন্দ্রের নিকটতম শহর মারাকাসের বাসিন্দারা জানান, শহরটির বেশ কিছু ভবন ধসে পড়েছে।

মরক্কো ভূমিকম্প
ছবি: রয়টার্স

স্থানীয় টেলিভিশন চ্যানেলে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কয়েকটি গাড়ির ওপরে ভেঙে পড়া ভবনের অংশ ও মসজিদ ভবন ভেঙে পড়ার কয়েকটি ছবি দেখা গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানায়নি দেশটির সরকার।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

36m ago