এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ২৪ ঘণ্টায় সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮০০টির বেশির বেশি যানবাহন চলাচল করেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, এ সময়ে সাড়ে ১৮ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী, মহাখালী এবং ফার্মগেটের কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত- এক্সপ্রেসওয়ের মূল পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক দেখা গেছে। সেখানে ১২ হাজার ২৪২টি যানবাহন চলাচল করেছে।
এ ছাড়া কুড়িল, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী ও ফার্মগেট পয়েন্ট থেকে ২ হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল পর্যন্ত ২ হাজার ৮৯২টি এবং তেজগাঁও থেকে মহাখালী, কামাল আতাতুর্ক ও কুড়িল পয়েন্টে ৫ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করে।
Comments