হিযবুত তাহ্‌রীরের শীর্ষ নেতা আব্দুল বাতেন গ্রেপ্তার: র‌্যাব

গ্রেপ্তার মো. আব্দুল বাতেন। ছবি: র‌্যাব

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের 'শীর্ষ নেতা' মো. আব্দুল বাতেনকে (৬০) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-২।

র‌্যাব বলছে, আব্দুল বাতেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

আজ সোমবার সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি (সহকারী পুলিশ সুপার) শিহাব করিম এ কথা জানান।

তিনি বলেন, 'আব্দুল বাতেন হিযবুত তাহ্‌রীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচারের পাশাপাশি তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। হিযবুত তাহ্‌রীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। তিনি বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করতেন।'

শিহাব করিম আরও বলেন, 'বাতেন ছদ্মবেশ ধারণ করে ৫ বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থাকা অবস্থায় জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ থানা ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় মোট ৪টি মামলা আছে।'

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago