আগস্টে রেমিট্যান্স আয় ১.৫৯ বিলিয়ন ডলার, জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম
চলতি বছরের আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ১.৫৯ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ কম এবং এ বছরের জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম।
আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
গত বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২.০৩ বিলিয়ন ডলার।
এ বছরের আগস্টের প্রবাসী আয় জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কমেছে। জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১.৯৭ বিলিয়ন ডলার।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের বিনিময় হারে বড় ব্যবধানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে। অর্থাৎ, প্রবাসীদের আয়ের একটি অংশ অবৈধ উপায়ে বাংলাদেশে আসে।
ব্যাংকগুলো বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা দিচ্ছে। অবৈধ চ্যানেলে প্রতি ডলারের বিনিময় হার ১১৭ থেকে ১১৮ টাকার মধ্যে।
Comments