৫ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর আড়াইটায় জয়দেবপুর জংশনে ট্রেন চলাচল শুরু

জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে। ছবি: মন্জুরুল হক/স্টার
জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে। ছবি: মন্জুরুল হক/স্টার

গাজীপুর জেলার জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ৫ ঘন্টা বন্ধ থাকার পর দুপুর আড়াইটা থেকে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১১ টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে রংপুর এক্সপ্রেস এসে স্টেশনে পৌঁছালেও নিদৃষ্ট গন্তব্যের দিকে যেতে পারেনি।

চাকরি স্থায়ী করার দাবীতে রাজধানী ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে অস্থায়ী রেল শ্রমিকেরা আজ সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করলে গাজীপুর জংশনে এই বিড়ম্বনা দেখা দেয়।

গাজীপুরের রেল প্রকৌশলী সিরাজউদ্দিন বলেন, 'দুপুর থেকে লোকজন এসে ট্রেন না পেয়ে খুব সমস্যায় পড়েছে।'

টঙ্গী জংশন সূত্রে জানা যায়, এই আন্দোলনকে ঘিরে এখানে ১৩টি ট্রেন আটকে আছে। এতে হাজারো যাত্রী বিড়ম্বনায় পড়েছেন। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম সহ সকল রেল রুটের বিভিন্ন স্টেশনে ঢাকায় যাত্রী নিয়ে আসার জন্য অপেক্ষমান অনেক ট্রেন এখনো আটকে আছে।

জামালপুরের যাত্রী ইকবাল মিয়া ডেইলি স্টারকে বলেন, 'কখন ট্রেন চলাচল শুরু হয় কে জানে! আর কতক্ষন বসে থাকব?'

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, 'রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা ঢাকায় ট্রেন আটকে দেয়ার কারণে টঙ্গীতে বেশ কিছু ট্রেন আটকা পড়ে যায়। ঢাকাগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেস, ব্রক্ষপুত্র এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস ট্রেনগুলোকে টঙ্গীতে আটকে রাখা হয়।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago