সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ছবি: ডিএমপি নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
 
সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে ভিভিআইপি চলাচল শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হয়েছে।

এলাকাগুলো হলো- কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং। 

এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত আজ এসব এলাকা ও রোড এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে আসা গাড়িগুলোকে যেসব এলাকায় পার্কিং করতে বলা হয়েছে। 

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে; ফুলার রোড রাস্তার ২ পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে; নবাব আব্দুল গণি রোড সড়কের দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার ২ পাশে।

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago