মির্জা ফখরুলের মানহানির অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে 'অপপ্রচার' করায় ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহা. জয়নাল আবেদীন এই মামলা করেন।
দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো. আবু বক্করের ছেলে মো. মেহেদী হাসান রনিকে (২৭)।
মোহা. জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ৫০ লাখ টাকার ভুয়া চেকের ছবির সঙ্গে মির্জা ফখরুল ও তার স্ত্রীর ছবি সংযুক্ত করে অপপ্রচার করায় এই মামলা করা হয়েছে।'
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ২৭ আগস্ট মো. মেহেদী হাসান রনি তার নিজস্ব ফেসবুক আইডিতে এই ছবি প্রচার করেছেন।
মোহা. জয়নাল আবেদীনের ভাষ্য, 'এই প্রচারণা বাস্তবতা বিবর্জিত। এতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।'
তিনি বলেন, 'মামলাটি আদালতে উপস্থাপন করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে তিনি পরবর্তীতে নির্দেশনা প্রদান করবেন।'
Comments